Wednesday 1 March 2017

বুক রিভিউঃ বারুদ by কাজী মায়মুর হোসেন


বই নাম - বারুদ

বইয়ের লেখক - কাজী মায়মুর হোসেন
প্রকাশনী - সেবা (ওয়েষ্টার্ণ সিরিজ)
সাইজ - ৬.৪ মেগা
 প্রথমপ্রকাশ - ২০০৩

রিভিউঃ আমার জীবনের প্রথম পড়া ওয়েস্ট্রান হলো রক বেননের । বইটির নাম কূটচাল । আর সব ওয়েস্ট্রান বইয়ের মতো বারুদ ও কাঠখোট্টা টাইপেরই বই ।  একদল নেস্টার, র‍্যাঞ্চারদের তাড়া খেয়ে পালিয়ে গিয়েছিল । তাদেরকে তাদের জমিতে পৌছে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পড়লো  রেঞ্জার বেননের । কঠিন কাজ শক্তপাল্লার অভাব নেই । টেক্সাসে নেই আউট ল এর অভাব । র‍্যাঞ্চারেরা ভাড়া করেছে তাদের । এদের হেড ফ্রেডারিক । উপরে মহৎ নিচে মহা শয়তান । এগিয়ে চললো নেস্টরদের কাফেলা । বাধা ,বাধা এবং বাধা । রক বেননের পাশে এলো নামকরা গান ফাইটার "কিড" ! কে সে তরুনকে দেখেই হিসাবে রাখলো আউট ল রা । কিডের বোন প্রেমে  পড়ে গেলো বেননের । কিন্তু এসবের ইচ্ছে নেই বেননের । এভাবেই চললো ঘটনা । বেনন কি পারবে নেস্টরদের অধিকার রক্ষা করতে ? নীচুমনা র‍্যাঞ্চারদের কবল থেকে নেস্টরদের রক্ষার এই গুরুদায়িত্বে জন্য কম করে হলেও দরকার ২০ জন রেঞ্জারের । অথচ বেনন একা । বেনন পারলো । জলে উঠলো বারুদের মতোই । প্রমান করে দিলো "সে বেনন"

রেটিংঃ ৩.৮




No comments:

Post a Comment